জামালপুরের ইসলামপুর পৌরসভা কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ জুন) দুপুরে পৌর হলরুমে সম্ভাব্য এই বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ দেলোয়ার হোসেন লেবু।
বাজেটে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৫২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ মোহন মিয়া, মোঃ শেখ খাজা আব্দুল্লাহ, মনজুরুল হক মঞ্জু, মোঃ সামিউল, মোঃ ফজলুল রশিদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকতা-কর্মচারী ও সুধীজন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page