শেরপুর জেলা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি : নজরুল ইসলাম, নির্বাহী সভাপতি : আব্দুস সামাদ, সা. সম্পাদক : আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।
ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির নির্বাহী পরিষদের তিন বছর মেয়াদী নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী সভাপতি পদে সাবেক সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ রবিবার (৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শেরপুর সমিতির নির্বাচন কমিশন ২০২৪।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফলে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী তিন বছরের জন্য (২০২৫,২০২৬,২০২৭) সমিতির দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক তাসলিমা বেগম, সদস্য মোঃ আমজাদ হোসেন, ও সদস্য আলী ইমাম ফুয়াদ সাক্ষরিত ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page