সিলেটের গোয়াইনঘাটে পানিবন্দি ১৫০ জন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ। মঙ্গলবার (২জুলাই) দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের হাওরাঞ্চলে বসবাসরত বন্যার্ত মানুষদের মাঝে এই সহায়তা দেওয়া হয়।
গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ , চিড়া, গুড়, মুড়ি, বিস্কুট ও খাদ্য বিতরণ করে।
গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক সম্পাদক আমিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এসব বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নোমান আহমদ, সংগঠনের সদস্য বৃন্দ।
এ ব্যাপারে গোয়াইনঘাট ১২নং সদর ইউনিয়ন ছাত্র কল্যান পরিষদের আহবায়ক সম্পাদক আমিরুল ইসলাম বলেন, আমরা অতীতের মতো এবারের বন্যায়ও বন্যার্ত মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি। যার জন্য হাওরাঞ্চলের এসব অসহায় মানুষদেরকে আমরা সামর্থ্যের আলোকে সামান্য কিছু উপহার দিতে পেরেছি।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page