উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢোকেছে।
এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরামসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে ।
বন্যা ও বৃষ্টির পানির তোড়ে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মানাধীন মহারানী ব্রীজের এপ্রোজ সড়ক ভেঙ্গে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেওয়ানগঞ্জ- খোলাবাড়ি সড়কে একটি ব্রীজের মাটি ধসে গেছে।
মাদাগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের হিদাগারী গ্রামে সড়ক বাঁধের ১শ ফুট ধসে কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করছে।
You cannot copy content of this page