গোয়াইনঘাটে বন্যা পরবর্তী হাওর ও নদীর মৎস্য সম্পদ রক্ষার্থে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত উপজেলা নিবার্হী অফিসার মো: তৌহিদুল ইসলামের দিকনির্দেশনায় ও গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন জানায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাজাহারুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলার কৈয়া হাওরে অভিযান পরিচালনাকালে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্যঘাত সৃষ্টিকারী চায়না জাল বা অবৈধ ফিক্সড ইঞ্জিন অপসারণ ও ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত খাড়া জাল জব্দ করা হয়।
এছাড়া উক্ত হাওড়ের অন্যান্য স্পটে অভিযান চালিয়ে কারেন্ট জাল আটক করা হয় এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অবৈধ জাল গুলো জব্দ করা হয়।
এ ব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট থানা ও উপজেলা মৎস্য অফিসের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page