মাদারীপুরের শিবচর উপজেলায় লোহার দরজার ভারে চাপা পড়ে কাদির হাওলাদার (৫৫) নামে এক বাজার পাহারাদারের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বেইলী ব্রীজ বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে ।
মৃত কাদির হাওলাদার উপজেলার বাখরের কান্দি গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাদির হাওলাদার বেইলী ব্রীজ বাজারের নিয়মিত পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাত ১০টায় কর্তব্য কর্মের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। প্রতিদিনের মতো সারারাত বাাজার পাহারা দেন। ভোর রাতে বৃষ্টি হলে তিনি বাজারের রাসেল মিয়ার “খলিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ” নামের দোকানের সামনে আশ্রয় নেয়। দোকানের সামনে একটি ভারী লোহার দরজা রাখা ছিল। এ সময় লোহার দরজাটিতে নাড়াচাড়া করলে হঠাৎ করে দরজাটি তার গায়ের ওপরে হেলে পড়ে। দরজার ভারে চাপা পড়েন তিনি এবং ঘটনাস্থলে মারা যান।
মৃত কাদির হাওলাদার ছেলে রবিউল হাওলাদার বলেন, আমার বাবা প্রতিদিনের মতো রাতে বাজার পাহারা দিতে যান। আমরা ভোরে খবর পাই বাবা লোহার দরজার ভারে চাপা পড়ে মারা যান। এ বিষয়ে আপাতত কোন অভিযোগ নেই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কোন অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
You cannot copy content of this page