আশুলিয়ার জামগড়া ছয় তলায় ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে সাধারণ মানুষ ও স্থানীয় বাড়ির মালিকরা। মূলত এই রাস্তাটি একটি জনবহুল রাস্তা যেই রাস্তার উপর দিয়ে হাজার হাজার মানুষ ও মিল ফ্যাক্টরির গাড়ি ঘোরা চলাচল করে সেই সাথে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক চলাচল করে । তা দখল করে দোকান বসানোর কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায় যার কারনে সামান্য বৃষ্টি হলে অথবা অফিস ছুটি হলেই চলাচলের জায়গার থাকে না একজন আরেকজনের গায়ের উপরে এসে পড়ে যায়। যার কারণে বিক্ষুপ্ত জনতা গার্মেন্টস শ্রমিক ও বাড়িওয়ালা গন মিলিত হয়ে সর্বসাধারণের সম্মতিক্রমে রাস্তা থেকে এই অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
আজ মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জামগড়া ছয়তলা এলাকায় এ অভিযান চালিয়ে প্রায় ১০০ অবৈধ দোকানপাট উচ্ছেদ করে স্থানীয় বাড়ির মালিক ও সাধারণ জনগণ ।
স্থানীয়রা জানান, প্রভাবশালী যারা দোকান থেকে চাঁদা উঠায় তাদের ছত্রছায়ায় দোকানপাট বসানো হতো।
এ বিষয়ে স্থানীয় বাড়ির মালিক মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা মোঃ আনোয়ার হোসেন মোঃ মনির হোসেন বিশ্বাস মোঃ বাহারুল সহ প্রমুখ বলেন, আমরা এই এলাকায় কয়েকবার উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করলেও পরে তারা আবার স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ফুটপাতে দোকান বসিয়েছে। আমরা আজ আবার প্রায় ১০০ অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি এবং আমাদের এ অভিযান চলমান থাকবে। আমরা ফুটপাত দখলমুক্ত রাখবো যাতে জনসাধারণের অসুবিধা না হয়।
You cannot copy content of this page