মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসার বিরোধের জেরে মো: সাদ্দাম হোসেন (৩৫) ওরফে ধলা সাদ্দম নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (১২ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার চর কানাইনগর এলাকায় এঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের নিলটেক গ্রামের আইয়ুব খানের ছেলে এবং পেশায় সিএনজি চালক ছিলেন।
নিহতের পরিবার, এলাকাবাসী এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকব্যবসা নিয়ে সাদ্দাম হোসেনের সাথে চর কানাইনহর গ্রামের আওলাদ হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে গ্রাম্য সালিসি বৈঠকে বিষয়টি মিমাংসা হয়। সেইদিন রাত ১২ টার দিকে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে চর কানাইনগর এলাকায় ডেকে নেন মাদক ব্যবসায়ী মিরাজ হোসেন ও তার লোকজন। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
You cannot copy content of this page