মাদারীপুর জেলার শিবচরে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ২ টার দিকে শিবচর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ১৮ টি ইউনিয়নের ১৬৮ জন গ্রাম পুলিশের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মালামাল বিতরন করেন।
শিবচর উপজেলা প্রশাসন সুত্র জানায়,২০২৩- ২৪ অর্থবছরের উপজেলার ১৮ টি ইউনিয়নের ১৬৮ জন গ্রাম পুলিশের সদস্যদের মাঝে শার্ট,প্যান্ট,শাড়ি,জুতা,কাটিগান, ও শীতের পোশাকসহ প্রায় ১৪ ধরনের মালামাল বিতরন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page