বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্নার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সাভার পৌর, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি জননেতা জনাব খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,আরো উপস্থিত চেতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জনাব জামাল উদ্দিন সরকার,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব কফিল উদ্দিন,সাভার পৌর সাবেক মেয়র ও সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব রেফাত উল্লাহ, সাভার থানা বিএনপির সভাপতি জনাব সাইফুদ্দিন সাইফুল, , আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর গফুর মিয়া,আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেত দেওয়ান,সাভার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম, সহ সভাপতি আশেক আলী সহ সাভার পৌর,সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাভার থানা এবং আশুলিয়া থানা এবং সাভার পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সকল বিএনপির নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন,, কারো বাড়িঘর ভাংচুর এবং কাউকে যেন নির্যাতন না করা হয়। এবং ব্যবসায়ীরা যেন চাঁদাবাজ মুক্ত থাকে সেদিকে লক্ষ রাখার আহবান জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতি জননেতা জনাব খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু সমাপনী বক্তব্যে বলেন যেসকল নেতাকর্মী দুঃসময়ে পাশে ছিলো মিটিং মিছিলে সক্রিয় ছিলো,, যারা স্বৈরাচার সরকারের শাসনামলে জেল জুলুমের শিকার হয়েছে। আগামীতে তাদের প্রথম সারিতে মূল্যায়ন করা হবে।
পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়।
You cannot copy content of this page