সকালের বাংলাদেশ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম-এর বাবা ডাঃ রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সকালের বাংলাদেশ পরিবার। সংবাদপত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম সরোয়ার জাহান, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস, সহ-সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ সকালের বাংলাদেশ পত্রিকা’র কলামিস্ট, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা ও শুভানুধ্যায়ীরা গত মঙ্গলবার পৃথক পৃথক বার্তায় এই শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় সংবাদপত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম সরোয়ার জাহান লিখেছেন, আজ মঙ্গলবার (২০ আগষ্ট) আনুমানিক বিকেল ৪টায় সকালের বাংলাদেশ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম-এর পিতা ডাঃ রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার আকস্মিক মৃত্যুতে আমরা সকালের বাংলাদেশ পরিবার শোকাহত। মহান আল্লাহতালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসে অধিষ্ঠিত করুক। আমীন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।
পৃথক এক শোক বার্তায় সংবাদপত্রটির ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস সকলের বাংলাদেশ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলামকে উদ্দেশ্যে লিখেছেন, আপনার শ্রদ্ধেয় পিতা ডাঃ রফিকুল ইসলাম আজ মঙ্গলবার (২০ আগস্ট) আনুমানিক বিকেল ৪টায় নিজ বাড়িতে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করায় সকালের বাংলাদেশ পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি আরও লিখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তার নেক আমলসমূহ কবুল পূর্বক জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
অন্য এক শোক বার্তায় সংবাদপত্রটির সহ-সম্পাদক মোঃ শাহাদাত হোসেন লিখেন, সকালের বাংলাদেশ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম-এর পিতা ডাঃ রফিকুল ইসলামের মৃত্যুতে সকালের বাংলাদেশ পরিবারের সকল সদস্য সহ আমি শোক ও সমবেদনা প্রকাশ করছি এবং মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। আমিন।
উল্লেখ্য, সকলের বাংলাদেশ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম-এর পিতা ডাঃ রফিকুল ইসলাম গত মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় শারীরিক ভাবে অস্বস্তি বোধ করেন এবং সামান্য অসুস্থ হয়ে বমি করেন। পারে শারীরিক অবস্থার অবনতি ঘটায় স্থানীয় এক চিকিৎসককে বাড়িতে আনা হলে চিকিৎসকক পরীক্ষা-নিরীক্ষা করে আনুমানিক ৪টার সময় তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকক তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন হৃদযন্ত্র বন্ধ হওয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মরহুম ডাঃ রফিকুল ইসলামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায়। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জনাজা বুধবার (২১ আগস্ট) সকাল ৯টায় ভেলীব্রিজ জামে মসজিদ-এর মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পার্শ্ববর্তী পাঁচ্চর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার একটি এতিমখানা ও মাদ্রাসার গোরস্থানে তার শশুর ও শাশুড়ীর পাশে দাফন করা হয়।
You cannot copy content of this page