জেসিআই ঢাকা প্লাটিনামের হাত ধরে ‘প্রোজেক্ট স্বনির্ভর’ আওতায় স্বাবলম্বী হতে যাচ্ছে আরও ৫টি পরিবার।
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জেসিআই ঢাকা প্লাটিনাম সারা বছর ব্যাপীই অসংখ্য উদ্যোগ নিয়ে থাকে। এরই অংশ হিসেবে "প্রজেক্ট স্বনির্ভর" নিয়ে এগিয়ে এসেছে তারা। কাউকে ছোট চায়ের দোকান, কাউকে বিকাশের দোকান, কাউকে আবার ফেরি করে ফল বিক্রির জন্য ভ্যান কিনে দিয়েছেন। এভাবেই ৫টি ভিন্ন ভিন্ন পরিবারকে সহযোগিতা করেন জেসিআই ঢাকা প্লাটিনাম।
আগামী এক বছর প্রতি মাসে একবার করে তাদের ব্যবসা ও জীবনের উন্নয়নের পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে পরামর্শ এবং সাধ্যমত সহযোগীতা করার জন্যেও কাজ করবে জেসিআই ঢাকা প্লাটিনাম।
জেসিআই ঢাকা প্ল্যাটিনামের লোকাল প্রেসিডেন্ট শামীমা নাসরিন শম্পা বলেন, ভবিষ্যতে আরও পরিবারকে স্বাবলম্বী করার এমন মহৎ উদ্যোগ বারবার নিতে চায় তারা।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page