সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেট শহরে নিরীহ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ডৌবাড়ী ইউনিয়নের ছাত্র-জনতা।
আজ রোববার বিকালে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আঙিনায় ছাত্র-জনতার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ছাত্রনেতা লিটন আহমদ, মাসরুর আহমদ ও মান্না আহমদ, মানববন্ধনে বক্তারা, আগামী ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।
এ সময় তারা বলেন, আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে কিভাবে পদত্যাগ করাতে হবে সেটি আমাদের জানা আছে।
এ ব্যাপারে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page