গত ৪ই আগস্ট শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র - আন্দোলনে শহীদ সবুজ হাসান হত্যা ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ই সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া বাজার রাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় শেরপুর শ্রীবরদীর সমন্বয়কারীরা সহ বিভিন্ন স্কুল, কলেজ,ও মাদ্রাসা শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
শহীদ সবুজ হাসানের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র - আন্দোলনে সমন্বয়কারীদের দাবি নিহত সবুজ হত্যা মামলায় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তারা।
নিহত সবুজ হাসান, শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপার পাড়া এলাকার আজহার আলীর ছেলে, তিনি ২০২৪ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য : ৪ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র- আন্দোলনে দূর্বৃত্তদের গুলিতে নিহত হন সবুজ হাসান।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page