মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কালকিনি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত হতে ছাত্র জনতা অংশ নেয়। যার ফলশ্রুতিতে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি।আমরা এর আগে এই কলেজ জাতীয়করণ করার জন্য আন্দোলন করেছি। আমাদের নেতা আনিসুর রহমান খোকন তালুকদার শিক্ষাবান্ধব নেতা। আমরা তার নেতৃত্বে এই কলেজ ক্যাম্পাসে সবসময় শান্তি চাই। আমরা ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবো।ভবিষ্যতে যে কোন সন্ত্রাসী সংসগঠনের নৈরাজ্য হতে এই কলেজকে মুক্ত রাখবো।
এ সময় ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান বলেন, তোমরা শিক্ষার্থীদের ক্লাসমুখী করো।পাশাপাশি তোমরা এই কলেজের সার্বিক শান্তি শৃংখলা বজায় রাখতে সচেষ্ট থাকবে বলে বলে আশা রাখি।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শিকদার মোঃ মামুন, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব মোঃসাইফুল ইসলাম সিকদার, যুগ্ম-আহ্বায়ক সজল বেপারী, যুগ্ম-আহ্বায়ক ইমারাত হোসেন, কালকিনি পৌরসভা ছাত্রদল এর আহ্বায়ক হাসান হাওলাদার, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল শিকদার, সদস্য সচিব শাহীন বেপারী, সিঃ যুগ্ম-আহ্বায়ক রায়হান প্রমুখ।
You cannot copy content of this page