ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ প্রেসক্লাবের কর্তপক্ষের কাছে বন্যা দুর্গত মানুষের জন্য বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ করেন সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি সে সময় বলেন, ঢাকা প্রেস ক্লাব সব সময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। এবং দেশের সকল সমস্যায় নিরলস ভাবে কাজ করে থাকে।
তিনি আরো বলেন, আমরা কোন দলের সাথে যুক্ত নই। তবে আমরা সরকারের উন্নয়ন কাজে সহযোগীতা করি। কিন্ত সরকারের অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্ছার।
এ সময় ঢাকা প্রেসক্লাবের সভাপতি রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের নিকট পনেরশো পিস বিভিন্ন প্রকার বস্ত্র অত্র এলাকার বন্যাদুর্গত মানুষের জন্য হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুরুল ফালা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ (দা:বা), দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদা আহমেদ চিশতি, মোঃ শামীম আহমেদ, দপ্তর সম্পদ কেএম মোহাম্মাদ হোসেন রিজভী, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: শাহাদাত মোল্লা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আমিনুল ইসলাম, সাংবাদিক বাবু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাকির আহমেদ সুমন, দপ্তর সম্পাদক মো: জহিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ প্রমূখ।
এ সময় রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বলেন, ঢাকা প্রেসক্লাবের এই উদ্যোগ কে আমরা স্বাগত জানাই। আমরা যথাযথভাবে অত্র এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে এ বস্ত্র বিতরণ করব ইনশাল্লাহ। আমরা সব সময় ঢাকা প্রেস ক্লাবের পাশে থেকে কাজ করবো।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page