মাদারীপুরের শিবচরে কর্মরত সাংবাদিকদের সাথে শিবচরের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন স্পেন যুবদল দক্ষিণের নেতা ফয়সাল আহমেদ মোল্লা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পদ্মা ভেলী রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন স্পেন যুবদল দক্ষিণের নেতা ফয়সাল আহমেদ মোল্লা। ও বিশেষ অতিথি ছিলেন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম, রাজধানী টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টের মোঃ শাহিন মোল্লা, রাজধানী টেলিভিশনের শিবচর উপজেলা প্রতিনিধি জুয়েল মাহমুদ, চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি অপুর্ব সাহা, দৈনিক দিনকাল পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ রোমান জমাদার, দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ গোলাম সরোয়ার নাদিম, দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, দৈনিক রুপালীদেশ পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস আহমেদ, সাংবাদিক শহিদ ইবনে জায়েদ, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ সহ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি বরমগঞ্জ কলেজ শাখার ছাত্র নেতা সাবেক ভিপি প্রার্থী এনামুল হোসাইন, সোহাগ মোল্লা, অনিক শেখ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আহমেদ মোল্লা বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। শিবচরে কোন দখল বাজি, চাঁদাবাজি চলবেনা। এই জনপদে কোন চাঁদাবাজ, দখলদারের স্থান হবেনা। যদি এ ধরনের কোন ঘটনা কেহ ঘটায় আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করবো।
তিনি আরো বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই আমরা সবাই বাংলাদেশি। বিএনপি নেতাদের উদ্ধেশে বলেন বিএনপিতে যেন কেহ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page