সর্বশেষ
সর্বশেষ
আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ মনপুরার মেঘনায় যৌথ অভিযানে পাঙ্গাশ মাছের পোনা শিকার করার চাই আটক মাদারীপুরের শিবচরে ছেলের হাতে বাবা খুন মাদারীপুর -১ (শিবচর)  আসনে বিএনপির মনোনীত জামান কামাল মোল্লা ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত নুরুল ইসলাম নয়ন সাভারের রাজাশনে বিএনপি সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুর আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১ সাভার রাজাশন বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ মনপুরায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

নির্বাচনের গল্প নিয়ে আসছে ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’

সকালের বাংলাদেশ বিনোদন ডেক্স : / ১৯০ বার শেয়ার হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
IMG 20240906 231017

9 / 100 SEO Score
print news

ঢাকার একটি অ্যাপার্টমেন্টের সমিতি। সেই সমিতির নির্বাচন নিয়ে কী হতে পারে সেটি নিয়েই নির্মিত হয়েছে নাটক। নাটকে ঠাঁই পেয়েছে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মাঝে ঘটে যাওয়া নানা মজার ঘটনা।

নাটকটির নাম ‘কমন প্রবলেম’।

আগামী ০৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটকটি। আহসান আলমগীরের রচনা ও তপু খান-এর পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ৩০ মিনিটে। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শাহনাজ খুশী, মুকিত জাকারিয়া, নাইমা আলম মাহা, শ্রেয়শী শ্রেয়া, স্বর্ণলতা, শিবলী নোমান, সিয়াম মৃধা, সাদিয়া রুবায়েত, আফরিন, সাজিদ আহমেদ রনি, আরফান মৃধা শিবলুসহ আরো অনেকে।

গল্প প্রসঙ্গে জানা যায়, ঢাকার একটি অ্যাপার্টমেন্টে বিভিন্ন মানসিকতার মানুষ বসবাস করে।

কেউ ফ্ল্যাট কিনে বসবাস করে, আবার কেউ ভাড়া থাকে। এই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সেবার জন্য রয়েছে একটি কমিটি। আর সেই কমিটির নির্বাচন সামনে রেখে প্রার্থীরা তাদের প্রচারণা নিয়ে ব্যস্ত। এ নিয়ে সাবেক চিত্রনায়িকা চম্পাকলি ও ব্যবসায়ী জুলমত আলীর মধ্যে সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

এদিকে সদ্যোবিদায়ি সভাপতি জুলমত নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করে বদরুল চৌধুরীকে। কিন্তু জুলমতের পূর্বে দুই বছরের সাবেক সভাপতি চম্পাকলি কিছুতেই বদরুলকে নির্বাচন কমিশনার হিসেবে মানতে রাজি নয়। চম্পাকলির দাবি, বদরুলকে নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করে একজন গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে, তা না হলে সে নির্বাচন বর্জন ও প্রতিহত করবে। অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধি তরুণ নেতা রাহুল উভয় পক্ষকে সংলাপে বসে মীমাংসার চেষ্টা করে। কিন্তু কেউই রাজি নয়।

তারা দুই প্রার্থী নিজ সিদ্ধান্তে অনড়। দুই প্রার্থী তাদের দল ভারী করার জন্য টাকা খরচ করতে থাকে। কিছু সুযোগসন্ধানী লোক উসকানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চেষ্টা চালিয়ে যায়। দুই প্রার্থীকেই তাদের সিদ্ধান্তে অনড় থাকতে পরামর্শ দেয়। অবশেষে যেদিন ফাইনাল নমিনেশন পেপার বাছাই হয়, সেই দিন দেখা যায়, চম্পাকলি নমিনেশন পেপার জমা দেয়নি, জুলমত মহা খুশি, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। তখনই সামনে আসে আসল ঘটনা। জুলমতের সঙ্গে আরেকটি নমিনেশন পেপার জমা পড়েছে। তার নাম মোশারফ সাহেব। কমিটির এই নির্বাচনকে কেন্দ্র করে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মধ্যে ঘটা নানা কমেডি নিয়ে এগিয়েছে ধারাবাহিকটির গল্প।

9 / 100 SEO Score


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর পড়ুন...
নিজ এলাকার খবর দেখুন...