মাদারীপুরের কালকিনিতে ব্যাটারীচালিত ভ্যানের চাপায় হাবিবা নামের আড়াই বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে।
রবিবার(২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভাগদী এলাকার কালকিনি-খাসেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবা কালকিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভাগদী গ্রামের মোঃ রাশেদ মুন্সীর একমাত্র মেয়ে।
নিহতের পরিবার জানায়, সকালে হাবিবা তার নানির সাথে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল।পথিমধ্যে হাঠাৎ তার নানির হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারীচালিত ভ্যানগাড়ি তাকে চাপা দেয়।
পরে স্থানীয় ও স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল মেডিকেল কলেজে নেয়ার পথে হাবিবা মারা যায়।
নিহতের বাবা রাশেদ মুন্সী বলেন, “দুর্ঘটনার পরই ভ্যানচালক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আমার মেয়ের আর বেড়াতে যাওয়া হলো না। সে একেবারেই আমাদের ছেড়ে চলে গেল।”
এ ব্যাপারে কালকিনি থানার ওসি(তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, "সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।তবে থানায় এই বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page