গত ২৬ আগস্ট দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন সংস্করণ সহ কয়েকটি পত্রিকায় ‘শিবচরে হঠাৎ বিএনপি’র চাপে পুরোনোরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক শাজাহান মোল্লা (সাজু মোল্লা)।
প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি এলাকার মানুষের জন্য সারাজীবন কাজ করে গেছি। আমি দলমত নির্বিশেষে মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। আমার এলাকার মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা ছিলো। সেটা হোক দিন অথবা রাত সবসময়ই। বিনিময়ে আমিও পেয়েছি তুমুল জনপ্রিয়তা। আমার এই জনপ্রিয়তা এবং আমি স্থানীয় বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকাটাই আজ আমার জন্য কাল হয়েছে।
তিনি বলেন, আমার প্রতিপক্ষরা গুটিকয়েক সমর্থনদেরকে নিয়ে আমাকে সহ বিএনপিকে হেওপতিপন্ন করার জন্য নানান রকমের গুজব ছরানোর মিথ্যা চেস্টা চালিয়ে যাচ্ছে।
সাজু মোল্লা বলেন, আমার বিরুদ্ধে আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীদের নিয়ে প্রতিনিয়ত শোডাউন, ভূমি দখল, চাঁদাবাজি, বালুগদি দখল ও দোকানপাঠ লুটসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ দিয়ে আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে এই কুচক্রী মহল। এখানে আমার নাম জরানোটা আমাকে হেওপতিপন্ন কারার উদ্দেশ্যে জড়ানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page