জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভার:) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার জামান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন তানভীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মােস্তফা, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, পার্থশী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, চরপুটিমারি ইউপি চেয়ারম্যান আলহাজ সুরুজ্জামান মাষ্টার, চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সূধীজন, জন প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রস্ততিমূলক সভায় ইসলামপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে বিভিন্ন দিক নির্দেশামূলক বক্তব্য প্রদান করেন এবং সবার সহযোগীতা কামনা করা হয়।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page