আজ বুধবার (২ অক্টোবর) নাহিয়ান মিন শহীদ এর জন্মদিন। আজকের এই দিনে আতিয়ার হাওলাদার ও নিলুফা বেগম দম্পতির কোল জুড়ে ভূপৃষ্ঠ হয় নাহিয়ান মিন শহীদ।
আতিয়ার হাওলাদার ও নিলুফা বেগম দম্পতির ৩য় সন্তান শহীদ। শহীদ বর্তমানে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা প্রি-ক্যাডেট স্কুল এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা তোমায়, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজকের এই দিনে এক শুভ ক্ষণে ২ই অক্টোবর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে তার জন্ম, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটির নাম নাহিয়ান মিন শহীদ।
আজ রাত ৯ টার সময় তার নিজ বাড়িতে মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে তার শুভ জন্মদিন পালন করা হবে। তখন পরিবারের সকল সদস্যদের সাথে বন্ধু-বান্ধবী ও শুভাকাঙ্ক্ষীরা সেখানে উপস্থিত থাকবে।
শহীদ এর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বন্ধু মহসীন বলেন, শহিদ নম্র, ভদ্র, নমনীয় বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। আমি আমার বন্ধু শহিদের দীর্ঘায়ু কামনা করছি এবং জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মঙ্গল কামনা করছি।
You cannot copy content of this page