সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও শুভেচ্ছা বার্তা পৌছে দিতে মাদারীপুর জেলা শিবচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করে প্রতিটি মন্দিরে সংশ্লিষ্ট মন্দিরের দায়িত্বরতদের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, শিবচর পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক (সাবেক) শাহাদাত কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), উপজেলা বিএনপি নেতা মোঃ সবুর গোমস্তা, মোঃ জাকির হোসেন গোমস্তা, দাদন ঢালী, সিদ্দিক গোমস্তাসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি কাজ করছে। তারা যেন উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে বিএনপি সজাগ রয়েছে।তিনি বলেন, সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।
You cannot copy content of this page