মানিকগঞ্জের সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধের জের ধরে বেশ কিছু গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার চান্দহর ইউনিয়নের চালিতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে আটটি ফলজ গাছ কেটে ফেলে এবং কিছু চারা গাছ উপরে পেলে।
অভিযোগ থেকে এবং সরেজমিনে জানা গেছে, রিফাইতপুর গ্রামের মনিরুজ্জামাননের সঙ্গে চালিতাপাড়া গ্রামের দারগালীর ছেলে আবুল বাসারের জমি-জমার ভোগ দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার (১২ অক্টোবর) দিনগত রাতে চালিতাপাড়া বাড়ির পাশের আম, কদবেল, মালটা ও অরবোরই গাছের কেটে ফেলেছে এবং কিছূ চারা গাছ উপরে ফেলেছে প্রতিপক্ষরা।
ভুক্তভোগী মো. মাহবুব ইসলাম বলেন, বিভিন্ন ধরণের অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে গাছপালা কেটে ফেলে। এ সময় আমার বাবা মো. মনিরুজ্জামান(৭০) মা হাজেরা খাতুন(৫৫) ছোট দুই বোন সুমা আক্তার (২৮) শিরিন আক্তার (২৫) ভাগ্নী সুরাইয়া আক্তার ভয়ে আতঙ্কিত হয়ে পরে। তারা বিভিন্ন সময় আমাদের হুমকি ধামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে।
অভিযোক্ত আবুল বাসার বলেন, জমি-জমার ভোগ দখল নিয়ে তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা শত্রুতা করে রাতে আধারে বাড়ির পাশের কয়েকটি গাছ কেটে ফেলেছে। এবং আমাদে ফাসানোর চেষ্টা করছে।গাছ কাটার ঘটনায় আমরা জরিত না।
অভিযোক্ত মারুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আবুল বাসার রাতে আমাদের আসতে বলে, পরে রাত ১১টার দিকে রাসেল, হোসাইন ও আমাকে নিয়ে আবুল বাসার দা দিয়ে কুপিয়ে গাছ কেটে ফেলে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ বিষয় এখনো কোন অভিযোগ হাতে পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page