দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর নির্বাচনি জনসভা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ছানুয়ার হোসেন ছানু তার বক্তব্যে বলেন, আমি মানুষের কাছে গেলে তারা আমাকে টাকার মালা দেয়, মুড়ি কিনে দেয় চাঁদা তুলে টাকা দেয়। আমাকে এই মানুষের ঋণ শোধ করার তৌফিক দিও আল্লাহ। তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রথমেই শেরপুরের জন্য রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাব। তিনি এসব না দেওয়া পর্যন্ত তার অফিস থেকে আমি বের হয়ে আসব না।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামসুন্নাহার কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. ইলিয়াস উদ্দিন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় দুপুর থেকেই সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন মহল্লা থেকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা মিছিল নিয়ে পৌর পার্কে জড়ো হয়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page