মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেণ্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় ২৩ কেজি ইলিশ উদ্ধার করা হয়। তবে কোন জেলে আটক হয়নি। মঙ্গলবার(১৫ অক্টোবর) ভোর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত অভিযার চালিয়ে ৬০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ করা হয়। এছাড়া মাছ উদ্ধার করা হয় ২৩ কেজি। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,' একাধিক টিম অভিযান চালাচ্ছে। বুধবারের অভিযান চলমান আছে। মঙ্গলবার রাত পর্যন্ত ৬০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংন করা হয়েছে। উদ্ধারকৃত ২৩ কেজি মাছ ২ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page