দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সের জ্যাকবডাল এলাকায় গত ৮ অক্টোবর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নি-হ-ত হয়েছেন এবং তিন জন আহত হয়েছেন। গুরুতর আহত তিন জনের মধ্যে একজন মোহাম্মদ মানিক দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুশয্যায় থেকে আজ ভোরে ব্লুমফন্টেইন হাসপাতালে ইন্তেকাল করেছেন; ইন্নালিল্লাহি…রাজিউন।
গত ৮ অক্টোবর রাতে কিম্বার্লি সংলগ্ন ডেলফট টাউন থেকে ৫ বন্ধু একসাথে জ্যাকবডাল টাউনে যাবার পথে একটি গ্রামীন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। দুর্ঘটনার পূর্বে তারা স্থানীয় একটি খাবারের দোকানে গ্রুপ ছবি তুলেন। যা আজ কেবলই স্মৃতি বেঁচে থাকা অপর দুজনের কাছে; তারা দুইজন বর্তমানে সুস্থ রয়েছেন।
দুর্ঘটনাস্থলে রানা ও আবদুল নামে দুইজন মারা যান; আহত সুমন ও সোহাগ সুস্থ হলেও আজ (১৬ অক্টোবর) হাসপাতালে মারা গেলেন মোহাম্মদ মানিক। নি হ ত এবং আহতদের সকলের দেশের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।
কিম্বার্লির তরুণ সমাজকর্মী সারওয়ার হোসেন জানান, ইতিমধ্যে রানা ও আবদুলের মরদেহ দেশে পাঠানো হয়েছে। মরহুম মানিকের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page