বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস শাখার ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহবায়ক হয়েছেন শিবচর উপজেলার কৃতি সন্তান মিঠু বেপারী।
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) মিঠু বেপারীকে আহবায়ক হিসেবে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের অস্ট্রেলিয়ার শাখার আহবায়ক মোঃ মশিউর রহমান তুহিন এবং সদস্য সচিব জাহিদুর রহমান।
মিঠু বেপারী মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার বাদশা বেপারীর ছেলে। তিনি ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস শাখার কর্মীদের সাথে অনন্য সম্পর্ক স্থাপন ও তাদের পক্ষে অনর্গল বক্তৃতার মাধ্যমে আলোচনায় এসেছেন।
জানা যায়, মিঠু বেপারী কর্মীবান্ধব, আপোষহীন, বাকপটু, সুবক্তা, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী, এখনও পর্যন্ত কোনো অপরাধের সাথে তার নাম আলোচিত না হওয়া, কর্মীদের যে কোনো সমস্যায় এগিয়ে আসা, সেচ্ছাসেবক দলের কর্মীদের সাথে অনন্য সম্পর্ক স্থাপন, প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী হওয়া সহ ইত্যাদি নানা কারণে সাধারণ কর্মীদের নিকট জনপ্রিয় হয়ে ওঠেন।
এদিকে, মিঠু বেপারী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস শাখার আহবায়ক হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র শিবচর উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের শিবচর উপজেলা শাখা সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও খুদে বার্তার মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার পরিবারের সদস্য, আত্মীয়-সজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সহ দলীয় নেতা-কর্মীরা।
মিঠু বেপারী মুঠোফোনে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস শাখার আহবায়ক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের অস্ট্রেলিয়ার শাখার আহবায়ক মোঃ মশিউর রহমান তুহিন ভাই ও সদস্য সচিব জাহিদুর রহমান ভাই সহ দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস শাখার আহবায়ক নির্বাচিত হওয়া পরিবারের সদস্য, আত্মীয়-সজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতা-কর্মীরা সহ যারা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম, মুঠোফোনে ও খুদে বার্তা সহ বিভিন্ন ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলতে চাই আমি আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিক ভাবে পালন করতে পারি তার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, ‘আমি চাই না আমার দেশের মানুষ কষ্ট পাক। আমাদের দায়িত্ব জনগণের প্রতি। যতক্ষণ নিশ্বাস আছে, তা পালন করে যাব। সেটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আর এ জন্য সকলের সহযোগিতাও দরকার। শুধু সমালোচনার কথা বললে তো হবে না; সকলকে কাজও করতে হবে, যাতে এই ধাক্কা থেকে আমাদের দেশের মানুষ রেহাই পায়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page