মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর বাজারের মুদি ব্যবসায়ী কমল বণিকের কাছ থেকে ৪ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে, পাঁচ্চর বাজার থেকে নিজ বাড়ি পাঁচ্চর ইউনিয়নের সোনাপট্টি যাওয়ার পথে মন্দিরে প্রণাম করার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী কমল বণিক মন্দিরে প্রণাম করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওঁতপেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী তার উপর আক্রমণ করে।
তারা প্রথমে তাকে জাপটে ধরে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে ছিনতাইকারীরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং চাকু দিয়ে ব্যাগ কেটে ৪ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাঁচ্চর সোনাপট্টির একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি হাতুড়ি এবং একটি পায়ের জুতা উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page