দক্ষিণ আফ্রিকায় সুয়েটো নামক এলাকায় মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে মাত্র ২ সপ্তাহ পূর্বেই ৪ ছাত্র মারা যায় এবং গতকাল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ব্রঙ্কস্প্রিট নামক এলাকায় আবারও মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে ৬ স্কুল ছাত্র অসুস্থ হয়ে পড়ে।
প্রবাসী বাংলদেশি সহ অন্যান্য বিদেশিদের দোকান রয়েছে এই শহরে ,
স্থানীয় দের অভিযোগ এই মেয়াদোত্তীর্ণ খাবার গুলো বিদেশিদের দোকান থেকে স্কুলের বাচ্চারা কিনে খেয়েছিল।
খাবার এর মেয়াদ না থাকায় বাচ্চারা খাবার গুলো খাওয়ার পর পরই অসুস্থ বোধ করে, পরবর্তীতে বাচ্চাদের অসুস্থতা বাড়লে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়,
বর্তমানে বাচ্চাদের অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে ২০২৩ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ এর লোকেশনে বিদেশিদের দোকানের মেয়াদোত্তীর্ণ বিস্কুট খেয়ে ৩ শিশু সহ এক বয়স্ক ব্যক্তি মারা যান, প্রায় এক বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি মেনে নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার জনগন।
তাদের মধ্যে এই ঘটনায় চরম উ-ত্তে--জ-না দেখা দিয়েছে; স্থানীয় জনগন ওই এলাকার বিদেশীদের সকল দোকান বন্ধ করে দিয়েছে। তারা বিভিন্ন দোকান থেকে অবৈধ পন্য উদ্ধার করে জ্বা লি য়ে দেয়, ক্রমশই আক্রমনাত্মক হয়ে উঠছে স্থানীয় জনগন;
ভাঙ্চুর ও লু -ট-পা-টের আশঙ্কায় রয়েছেন সেখানকার কয়েকশত বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page