মাদারীপুরের ডাসারে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সকালে ডাসারের কাজীবাকাই ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাজীবাকাই ইউনিয়ন পরিষদের সচিব
মোঃ আব্দুল জলিল মোড়লের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর মোহাম্মদ হাওলাদার।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডাসারের প্রোগ্রাম অর্গানাইজার এম. ফজলুল হক
স্বাগত বক্তব্য শেষে কর্মশালাটি উপস্থাপনা করেন।
কর্মশালায় পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আগতদের মাঝে বিভিন্ন বিষয় তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাদারীপুরের সাইকোসোশ্যাল কাউন্সিলর শাহিনা আক্তার।এসময় এলাকার বিভিন্ন বিদেশ ফেরৎ জনগন ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page