মাদারীপুরের চাঞ্চল্যকর শাহাজাদী বেগম (১৮) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি উজ্জল খানকে (২৯) ময়মনসিংহ থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২০ অক্টোবর) বিকাল ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-১৪, সিপিএসসি কোম্পানী কর্তৃক বিশেষ যৌথ আভিযানিক দল ময়মনসিংহ জেলার সদর থানাধীন চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস।
তিনি জানান, চাঞ্চল্যকর শাহাজাদী বেগম (১৮) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি উজ্জল খানকে (২৯) বিশেষ যৌথ আভিযানিক দল ময়মনসিংহ জেলার সদর থানাধীন চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বাড়ি মাদারীপুর সদর থানার রকেটবিড়ি গ্রামে। তার বাবার নাম মৃত শুক্কুর খান।
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস জানায়, ২০১৩ সালে মাদারীপুর সদরের রকেটবিড়ি এলাকার শাহআলম খাঁয়ের মেয়ে শাহাজাদী বেগম (১৮) এর সঙ্গে তার প্রেমিক শরিয়তপুরের পালং থানার খালেক সরদারের ছেলে বাবু সরদার (২০) এর বিয়ে হয়। ওই বছরের ২৮ জুলাই শ্বশুরবাড়ি থেকে শাহাজাদীকে নিয়ে বের হয় বাবু। এরপর থেকেই শাহাজাদীর পরিবারের লোকজন তাদের আর কোনো খোঁজ পায়নি। এমনকি বাবুর পরিবারের লোকজনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনার পর ২০১৩ সালের ৯ আগস্ট মাদারীপুর সদরের পাঁচখোলা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে শাহাজাদীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উক্ত লাশ উদ্ধারের ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে শাহাজাদীর স্বামী বাবু সরদার, শ্বশুর খালেক সরদার ও শাশুড়ি মেহেরজানের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যাহা দায়রা মামলা নং ২৮৯/১৬, ধারা-৩০২ পেনাল কোড।
মামলার তদন্ত শেষে আসামী বাবু, উজ্জ্বল ও নাঈমের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। অপর আসামি খালেক সরদার ও মেহেরজানকে অব্যাহতি দেন।
মামলাটি বিচার শেষে গত ২৫/০৯/২০১৮ তারিখ বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, মাদারীপুর আসামী বাবু সরদার, উজ্জ্বল খান ও নাঈম চৌকিদারকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। তখন আসামী বাবু ও নাঈম গ্রেফতার হলেও আসামী উজ্জ্বল খান আত্মগোপনে থাকে। প্রায় ৫ বছর পলাতক থাকার পর গত ১৫/০৪/২০২৩ তারিখে আসামী উজ্জল খান মাদারীপুরে গ্রেফতার হয় এবং পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
মাদারীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ গত ১৭/০২/২০২৪ তারিখ আসামী উজ্জল খানকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুরে স্থানান্তর করার পর থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুরে আটক ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট দেশের আইন শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী উজ্জল খান কাশিমপুর কারাগারে অবস্থানরত আসামীদের সাথে যোগসাজসে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গাহাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগ মাধ্যমে ত্রাসের সৃষ্টি করে দায়িত্বপালনরত জেলরক্ষী ও কর্মকর্তাদের আঘাত ও কর্তব্য কাজে বাধা দিয়ে জেল ভেঙ্গে তিনি পালিয়ে আত্মগোপন করেন। ওই ঘটনায় কারা কর্তৃপক্ষ গ্রেপ্তার উজ্জল খানসহ অন্য পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তার আসামিকে ময়মনসিংহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page