দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের অদুরে লুরি নামক স্থানে এক বাংলাদেশী ব্যবসায়ীকে গতকাল ২২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে গু লি করে হ-ত্যা করা হয়েছে।
নি হ ত ব্যবসায়ীর নাম মামুন সরদার; তার দেশের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জে বলে জানা গেছে।
সেখানকার বাংলাদেশীরা জানান, আজ সন্ধ্যার পর একজন দু-র্বৃ-ত্ত ক্যাশ কাউন্টারে বসে থাকা মামুনের মাথায় তিন রাউন্ড গু--লি করে পালিয়ে যায়। ক্যাশের টাকা পয়সা কিছুই নেয় নি।
পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। কি কারণে এই ঘটনা তা ইনভেস্টিগেশন করছে পুলিশ।
তবে একটি সুত্র সকালের বাংলাদেশ কে জানিয়েছে, কয়েকমাস পুর্বে মামুনের পার্টনারের সাথে একটি ঝামেলা হয় এবং তা কোর্ট পর্যন্ত গড়ায়। সেখানে কয়েকদিন আগে কোর্টের রায় আসে মামুনের পক্ষে। আজকের ঘটনায় পার্টনারের হাত রয়েছে কিনা তা নিয়ে চলছে কমিউনিটিতে কানাঘুষা।
এছাড়াও আর কোন কারণ আছে কিনা তা এই মুহুর্তে স্পষ্ট নয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
একই দিনে দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সের আপিংটনের পাবেলোলে লোকেশনে বাংলাদেশি প্রবাসীকে গতকাল রাত ১১টার দিকে সরাসরি গু--লি করে হ ত্যা করা হয়েছে।
নিহতের নাম দেলোয়ার হোসেন, দেশের বাড়ি কুমিল্লা জেলার তিতাস এলাকায় বলে জানা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় এক পরিচিত কৃষাঙ্গ তাকে ডেকে দোকানের বাহিরে গেইটে নিয়ে যায়।
এসময় গেইটের বাহিরে থেকে গু--লি করে তার মৃ ত্যু নিশ্চিত করা হয়।
সার্বিক ঘটনায় অনেকেই এটি পূর্বপরিকল্পিত হ--ত্যা-কান্ড বলে ধারণা করছেন।
তাছাড়া গতকাল মাত্র ২ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় আসার পর
ম্যালেরিয়ায় মা'রা গেলেন নবাগত প্রবাসী শেখ হাবিবুর রহমান
ব্লুমফন্টেইন হাসপাতালে গতরাতে শেখ হাবিবুর রহমান (৩৫) নামের নবাগত এক প্রবাসী ইন্তেকাল করেছেন;
উনার দেশের বাড়ি গাজীপুর জেলার রাজেন্দ্রপুর থানায় বলে জানা গেছে।
গত ২ সপ্তাহ পুর্বে তিনি উন্নত জীবন জীবিকার উদ্দেশ্যে ফ্রি স্টেট প্রভিন্সের বসফ এলাকায় আসেন। তিনি বাংলাদেশ থেকে কাতার কাতার থেকে কঙ্গো তারপর মোজাম্বিক হয়ে সড়ক পথে সাউথ আফ্রিকায় প্রবেশ করেন।
পথিমধ্যে আসার সময় তিনি ম্যালেরিয়া আক্রান্ত হন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়,গতকাল তার অবস্থার অবনতি হয় পরবর্তীতে গতকাল রাতে হাবিবুর শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশে উনার তিন শিশু সন্তান রয়েছে। উনার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বসফ কমিউনিটি নেতা ফখরুল ইসলাম আরিফ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page