নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ জন ব্যবসায়ীকে ১০ হাজার ২০০শ’ টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।আজ ২৩শে অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার শেষে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রুবেল আহম্মেদ ও প্রাণিসম্পদ অফিসার নাজমুল হককে সাথে নিয়ে বেলা ২টায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এ সময় মের্সাস এনামুল, মেসার্স নিশি, মেসার্স দেলোয়ার ষ্টোরে পণ্যর মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে বিক্রয়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে ৩টি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার ২০০শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার এস.আই নিহার চন্দ্র ও তার সঙ্গীয় ফোর্স এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ অত্র বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী ও সাধারণ ভোক্তাগণ।
You cannot copy content of this page