মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর)কালকিনি উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।
কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ইকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মিরাজ হোসেন,বিভিন্ন কিন্ডারগার্টেন কেজি স্কুলের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক শিক্ষিকাগন,অভিভাবকবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার মোট ১০ কিন্ডারগার্টেন কেজি স্কুলের বিভিন্ন শ্রেনীর ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৭১ জন এবং সাধারন বৃত্তিপ্রাপ্ত ৫৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও এককালীন বৃত্তি অনুদান তুলে দেয়া হয়।
উল্লেখ্য,২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০ টি কিন্ডারগার্টেন কেজি স্কুল হতে মোট ২৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।এদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারন মিলিয়ে ১২৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page