ঘূর্ণিঝড় ডানা শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বর্তমানে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকা থেকে আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং ঘনীভূত হচ্ছে। এতে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেত বাড়িয়ে ৩ নম্বরে তুলতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ডানা এর প্রভাবে গতকাল বুধবার থেকে মাদারীপুরসহ শিবচরে আবহাওয়া খারাপ থাকলেও বৃহস্পতিবার দুপুর থেকে টানা বর্ষণ শুরু হয়েছে। আর এই বর্ষণের কারণে জন্য সাধারনের মাঝে দুর্যোগপুণ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কথা হয় ভ্যান চালক বাবুলের সাথে তিনি বলেন, একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে কোন প্যাসেঞ্জার নাই বৃষ্টির মধ্যে কেউ ভ্যানে যাইতে চায় না, এরপরও যদি দুই তিন দিন বৃষ্টি হয় আমাগো মরণ ছাড়া গতি নাই।
আরও কথা হয় সবজি ব্যবসায়ী নয়নের সাথে নয়ন বলেন যেই বৃষ্টি শুরু হইছে তেমন একটা ক্রেতা নাই সবজির যেই দাম দু এক দিনে বিক্রি না হলে সব পঁচে যাবে।
শিবচর উপজেলায় কয়েক জায়গায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, অল্প বৃষ্টিতেই ভয়াবহ অবস্থায় সৃষ্টি হয় ঐ এলাকার বাসিন্দারা রয়েছে চরম বিপদে। এছাড়া বিপদে রয়েছে শিবচর উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page