মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কবুতর পালন করে বাড়তি আয় খুঁজছে এক যুবক।গতকাল (বৃহস্পতিবার)শিবচর উপজেলার হোগলার মাঠ,বৈকুন্ঠপুর এলাকার শাওকাত মোল্লা নামে এক যুবক শখের বসে কবুতর পালন করে বাড়তি আয় খুঁজছে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়,শওকাত মোল্লার নিজ বাড়ীর আঙিনায় ৪ তলা বিশিষ্ট একটি কবুতরের খোয়ার রয়েছে,কবুতর পোষা সম্পর্কে তিনি বলেন, আমি ছোটকাল থেকেই কবুতর পালন পছন্দ করি,মাঝে কবুতর পালন বন্ধ ছিল,তাই ভাবলাম সংসারের পাশাপাশি কবুতর পালন করে বাড়তি আয় হয় কিনা তাই আবার কবুতর পোষা শুরু করি,
এপর্যন্ত আমার কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশী দামী/কমদামী মিলে প্রায় ৫০ টি কবুতর আছে। আমি এই কবুতর বিক্রি করে বাড়তি আয় খুঁজছি,,আশা করি সামনে আরো বেশি কবুতর রাখবো। এখনো কবুতর বিক্রি করছিনা, মাঝে মাঝেই ডিম পেড়ে বাচ্চা হচ্ছে,আশা করি সামনে আরো ১ থেকে দেড় শত কবুতর হবে।তার পরে বিক্রির চিন্তা ভাবনা করবো।দেখি বাড়তি আয় পাওয়া যায় কিনা।
তিনি বলেন, আমার কাছে বিভিন্ন জাতের কবুতর রয়েছে,যেমন,ইন্ডিয়ান মুখি,সিলভার সিরাজী,ব্লাক সিরাজী,ব্লু সাটিং,গ্রীবাজ ও বোম্বাই ইত্যাদি।চাইলে আমার মত আপনারাও বাড়তি আয় করতে কবুতর পালন করতে পারেন।
You cannot copy content of this page