সর্বশেষ
সর্বশেষ
আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ মনপুরার মেঘনায় যৌথ অভিযানে পাঙ্গাশ মাছের পোনা শিকার করার চাই আটক মাদারীপুরের শিবচরে ছেলের হাতে বাবা খুন মাদারীপুর -১ (শিবচর)  আসনে বিএনপির মনোনীত জামান কামাল মোল্লা ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত নুরুল ইসলাম নয়ন সাভারের রাজাশনে বিএনপি সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুর আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১ সাভার রাজাশন বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ মনপুরায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শপথ নেবেন ৩ নভেম্বর

মো: সিরাজুল মনির, চট্টগ্রাম প্রতিনিধি / ১০৬ বার শেয়ার হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
IMG 20241024 221748

10 / 100 SEO Score
print news

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন আগামী ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র পদে শপথ গ্রহণ করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ তারিখ নির্ধারণ করে। তবে এর আগে তার শপথ গ্রহণ নিয়ে আদালতের কোনো স্থগিতাদেশ বা আইনগত কোনো জটিলতা আছে কীনা তা খতিয়ে দেখা হবে। এ সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে জানানোর জন্য চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে মেয়রের সম্পত্তির বিবরণও পাঠাতে বলা হয়।

২৪ অক্টোবর বৃহষ্পতিবার এ বিষয়ে মন্ত্রণালয় থেকে পৃথক দুটো পত্র পাঠানো হয় চসিকে। এর মধ্যে শপথ গ্রহণ সংক্রান্ত পত্রে বলা হয়, ৩ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চসিকের নির্বাচিত মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়- এর উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ নির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

একইপত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে এক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ বা আইনগত কোনো জটিলতা আছে কিনা তা জরুরি ভিত্তিতে জানানোর জন্য নির্দেশনা দেয়া হয়।

অপর পত্রে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৮(১) ও (২) ধারা মোতাবেক নবনির্বাচিত মেয়র এর শপথ গ্রহণের সময় সম্পত্তির বিবরণ সম্বলিত হলফনামা দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় চসিকের নির্বাচিত মেয়র এর সম্পত্তির বিবরণ সম্বলিত হলফনামা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে দুই কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন পত দুটিতে স্বাক্ষর করেন ২২ অক্টোবর। তবে চসিকে পাঠানো হয় আজ। বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম আজাদীকে বলেন, ৩ নভেম্বর শপথ গ্রহণ করবেন মেয়র। মন্ত্রণালয় থেকে যে তথ্য চাওয়া হয় তা পাঠিয়ে দেব।

জানা গেছে, গত ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে রায় দেন। এছাড়া আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীর মেয়র নির্বাচনের ফলাফল বাতিল করেন। পাশাপাশি ১০ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেন। এর আগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ডা. শাহাদাত ৯ জনকে বিবাদী করে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন। এজাহারে তিনি নির্বাচন পরবর্তী ফলাফল সংক্রান্ত প্রকাশিত গেজেট (রেজাউল করিমকে মেয়র ঘোষণা করে) বেআইনি, অবৈধ ও ন্যায় নীতির পরিপন্থী বলে দাবি করেন।

আদালতের নির্দেশনার প্রেক্ষিতে ৮ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন- ২০০৯ অনুযায়ী দায়িত্ব গ্রহণের পূর্বে সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণ বাধ্যতামূলক। আবার গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যেই সরকারকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

তবে সরকার পতনের পর গত ১৭ আগস্ট স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন- ২০০৯ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে স্থানীয় সরকার আইনের ১৩ ও ২৫ নং ধারার পর আরো দুইটি ধারা সংযুক্ত করা হয়। যা ১৩ক ও ২৫ক ধারা হিসেবে গণ্য। সংযুক্ত ২৫ক ধারায় বিশেষ পরিস্থিতিতে কর্পোরেশনে প্রশাসক নিয়োগ ও কমিটি গঠনের ক্ষেত্রে সরকারের ক্ষমতা দেয়া হয়।

এ অধ্যাদেশ জারির একদিন পর ১৯ আগস্ট স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩ক প্রয়োগ করে চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। একইদিন একই আইনের ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে চট্টগ্রামসহ দেশের ১২ সিটি কর্পোরশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়। ফলে কোন প্রক্রিয়া ডা. শাহাদাত শপথ নিবেন তা নিয়ে আলোচনা শুরু হয়। যা ১৭ অক্টোবর প্রজ্ঞাপন সংশোধনের ফলে অবসান ঘটে।

উল্লেখ্য, ১৭ অক্টোবর মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে তিন নম্বর ক্রমিক বিলুপ্ত করা হয়েছে। তিন নম্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধ) অধ্যাদেশ ২০২৪ এর ১৩ (ক) প্রয়োগ করে বাংলাদেশের সিটি করপোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এখন ওই প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ৩ বিলুপ্ত করে সংশোধন করা হলো।

জানা গেছে, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনে ভোটার ছিলেন ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। নির্বাচনে ভোট পড়ে মাত্র ২২ দশমিক ৫২ শতাংশ।

10 / 100 SEO Score


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর পড়ুন...
নিজ এলাকার খবর দেখুন...