মাদারীপুর জেলার শিবচর থানার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে মৃত আনোয়ার মাতবরের স্ত্রী আছুরা বেগম ও তার ছেলে সাজ্জাদ মাদবরের এর উপর বর্বর কায়দায় অমানুষিক মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী রশিদ মাদবর ও তার পরিবারের বিরুদ্ধে।
গত ২১ তারিখ রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে, ভুক্তভোগী এবং স্থানীয়রা জানায় প্রতিবেশী রশিদ মাদবর এর সাথে বিধবা আছুরা বেগমের জমিজমা নিয়ে প্রায় আট বছর ধরে ঝামেলা চলে আসছিল, আছুরা বেগম রশিদ রশিদ মাদবরে গং দের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন, তারই যের ধরে ২১ তারিখ রাতে রশিদ মাদবরের ছেলে রুবেল, জাফর, শওকত, লিয়াকত এবং তার মেয়ের জামাই সহ ৮ থেকে ১০ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়, ঘরের ভেতর থেকে ডেকে এনে আশুরার ছেলে সাজ্জাদ কে গাছের সাথে বেঁধে ব্যাপক মারধর চালায়, পরে আশুরা কে একই অবস্থায় হাত-পা বেঁধে গাছের সাথে, রড লাঠি সোটা দিয়ে মারধর করে, তার মুখের ভেতরে কাপড় ভরে গলা শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে, অবশেষে পাড়া-প্রতিবেশী খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
এমত অবস্থায় দুজন এখন হাসপাতালে ভর্তি রয়েছে, প্রতিবেদন তৈরীর সময় তাদের সাথে যোগাযোগ করা হলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, এ বিষয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন, ওসি মুক্তার হোসেন বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, এবং ঘটনা পর্যবেক্ষণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় এলাকাবাসী অভিযুক্তদের উপযুক্ত বিচার দাবি করেছেন।
You cannot copy content of this page