কিশোরগঞ্জের তাড়াইলে কালোবাজারে বিক্রি করা ভিজিএফের জব্দকৃত ৪ মেট্রিকটন চাল নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া’র আত্মসাৎ করা ভিজিএফের ৪ মেট্রিক টন চাল বিডারদের উপস্থিতিতে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
নিলাম ডাক পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু মোতালেব, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ সোহেল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শিউলী আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন সোহাগ সহ ১৮ জন বিডার।
গত ৫ এপ্রিল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চার মেট্রিকটন চাল কালো বাজারে বিক্রির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ জব্দ করে এলএসডি গোডাউনে সংরক্ষণ করা হয়। গতকাল প্রকাশ্যে বিডারদের সামনে নিলামে এই চালের দর হাকা হয়।
সর্বোচ্চ দর হাকা ব্যক্তি হলেন, রইছ উদ্দিনের ছেলে শাহ-কামাল। তিনি সর্বোচ্চ প্রতি কেজি ৪২ টাকা পর্যন্ত ডেকে সর্বোচ্চ দরদাতা বিবেচিত হন।
ভিজিএফের চাল কালো বাজারে বিক্রি প্রসঙ্গে তালজাঙ্গা ইউনিয়নের লোকজন বলেন, চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, প্যনেল চেয়ারম্যান আল আমিন, ইউপি সদস্য-সচিব প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিকুর রহমান বলেন, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নিলাম ডাক শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page