পুলিশই জনতা- জনতাই পুলিশ এই প্রতপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক, জুয়া, ইভটিজিং,বাল্যবিবাহ, যৌতুক ও গরুচুরি প্রতিরোধকল্পে ইসলামপুরের দূর্গম চর সাপধরী ইউনিয়নের কাশারীডোবায় বিট পুলিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ অক্টােবর) দুপুরে সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামের শাহজাহানের বাড়িতে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল্লাহ।
এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম, এসআই দিপক চন্দ্রপাল, এসআই আফজাল হোসেন,এএসআই নাছির উদ্দীন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাপধরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিল্লুর রহমান, সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান মন্ডল প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন এসআই আকরাম হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page