জামালপুরের ইসলামপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ৭ জন আহত হয়েছে ।রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর সরকারি কলেজ মোড়ে আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষের খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় যুবকরা ফুটবল খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে দু,দলের খেলোয়াড়দের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে।এ ঘটনায় সন্ধ্যায় পৌর এলাকার নটারকান্দা ও ভেংগুড়া দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বাঁেধ। প্রায় ৩০ মিনিট সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতরা হলেন, নটাকান্দা গ্রামের সফিকুল মিয়া, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুজন, মৌজাল্লা গ্রামের শরিফুল ইসলাম, ভেংগুড়া গ্রামের সিফাত মিয়া, গাওকুড়া গ্রামের বাবু শেখ, মুখলেছ মিয়া ও কিসামতজল্লা গ্রামের কাজীমদ্দীন।
আহতদের চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাখাওয়াত হোসেন সুজন, সফিক, মুখলেছ, সফিকুল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।