পিরোজপুরের কাউখালী মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন কমিটিতে সভাপতি পদে কাউখালী উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়েছেন।
নতুন মনোনীত এডহক কমিটির প্রথম সভা সোমবার (২৮ অক্টোবর) কাউখালী মহিলা ডিগ্রি কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা কলেজের পক্ষ থেকে নব গঠিত কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। পরে কলেজের শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান উন্নয়নে মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সময় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি এস এম আহসান কবির ও বিদ্যুৎসাহী সদস্য এইচ,এম দ্বীন মোহাম্মদ। সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে আগামীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এবং সুশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page