নরসিংদীর রায়পুরা উপজেলায় শীতকালীন কৃষি প্রণোদনার বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান। চলতি মৌসুমে উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষ্যে সাড়ে ১৪’শ জন কৃষককে রবিশস্যের এই প্রণোদনা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী দিনে রায়পুরা উপজেলার ২৪ টি ইউনিয়নের কৃষকদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, কৃষিবিদ মোহাম্মদ জামাল উদ্দিনসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএফপি সার তুলে দেওয়া হয়। এর আগে উপজেলা হল রুমে ইঁদুর নিধন কর্মসূচি অনুষ্ঠিত
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page