আগামী শনিবার (২ নভেম্বর) মাদারীপুরের শিবচরে মাদারীপুর-০১ আসনের বিএনপি’র সাবেক মনোনীত প্রাথী ও মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু)’র নিজ বাড়িতে বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলা উপলক্ষে সর্বস্তরে ব্যাপক প্রস্তুতি চলছে। ওই দিন বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল কাঙ্খিত মিলন মেলা’র বাস্তবায়নকে ঘিরে শিবচরে এখন আলোয় ঝলমলে। সবার মধ্যে যেন এক উৎসবমুখর অবস্থা বিরাজ করছে।
বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলাকে সামনে রেখে দলীয় নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এ মিলন মেলাকে সামনে রেখে সবার মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। পোস্টার, ব্যানার আর বিলবোর্ডে ছেয়ে গেছে রাস্তা-ঘাট, হাটবাজার আর অলিগলি। ছেয়ে গেছে পুরো শিবচরের জনপথ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলা উপলক্ষে পাঁচ্চর ইউনিয়নসহ আশেপাশের তিন কিলোমিটার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ নানা সাজে সজ্জিত করা হয়েছে। প্রায় সবখানেই লেগেছে রংয়ের ছোঁয়া। শিবচরের পাচ্চর থেকে তিন কিলোমিটার এলাকায় প্রায় ৫ টি তোরণ, বড় বড় ব্যানার ও প্রায় হাজার খানেক ফেস্টুনে ছেয়ে গেছে গোটা সড়ক ও মিলন মেলাস্থলের আশপাশ।
এছাড়া পাঁচ্চর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও মিলন মেলাস্থলসহ দুই পাশের কয়েক কিলোমিটার এলাকাতে সাতদিন আগে থেকেই ফেষ্টুন স্থাপন করা হয়েছে। মিলন মেলাস্থলের আশেপাশের হাট বাজার, বিভিন্ন সড়ক নান্দনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে। বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের তত্ত্বাবধানে পুরোদমে চলছে মিলন মেলা সাফল্যমণ্ডিত করার কাজ।
শিবচর উপজেলা বিএনপি’র সূত্রে জানা গেছে, শনিবার (২ নভেম্বর) বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলাকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দিন শিবচর উপজেলা থেকে প্রায় ত্রিশ হাজার লোক সমাগমের চেষ্টা করছেন তারা। তাই চলছে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দলীয় বৈঠক, আলোচনা সভা ও গণসংযোগ। এ অবস্থায় সাধারণ জনগণ চান সব ধরনের সংঘাত এড়িয়ে উৎসবমুখর পরিবেশে মিলন মেলা দেখতে।
শিবচরের পাঁচ্চর এলাকায় ফেষ্টুন স্থাপন করতে থাকা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ রুবেল মুন্সী বলেন, আমরা বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলাকে সফল করার উদ্দেশ্যে ও আমাদের প্রিয় নেতা মাদারীপুর-০১ আসনের বিএনপি’র সাবেক মনোনীত প্রাথী ও মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু)’র নির্দেশনায় এই মিলন মেলা সফল করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, এই মিলন মেলা উপলক্ষে উপজেলা যুবদলের পক্ষ থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের এই মিলন মেলা সাফল্যমণ্ডিত হবে।
You cannot copy content of this page