সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্ব বৃহৎ টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ৪লক্ষাধিক টাকা মুল্যের অবৈধ জাল জব্দ করে পড়ে জনসম্মুখে পুড়ানো হয়েছে।
বুধবার (৩০অক্টোবর) দুপুরে উপজেলা স্টেডিয়ামে জব্দকৃত তিন হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হাসেম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা ইউসুফ আলী, উপজেলা আনসার কর্মকর্তা মুস্তফা ফরিদুল, প্রশিক্ষক সুমাইয়া সুলতানা, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, কোষাধ্যক্ষ আবুল কালাম প্রমুখ।
এর আগে বুধবার সকাল ৭টা থেকে উপজেলা মৎস কর্মকর্তা ইউসুফ আলীর নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগীতায় অভিযান পরিচালনা করে টাঙ্গুয়ার হাওর এলাকায় থেকে ৩হাজার মিটার জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হাসেম বলেন
ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওর সহ উপজেলার বেশ কটি হাওরে জেলেরা নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরে যার ফলে দিন দিন হাওরে মাছ শুন্য হয়ে পড়ছে। মাছের বংশবৃদ্ধি রক্ষায় কোনা জাল সহ সকল জাল জব্দ করার অভিযান অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page