জানা যায় গতকাল রাতে পিটার ম্যরেজবার্গ শহরের একটি কমপ্লেক্স এর ৩ টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে,এসময়ে দোকানের মালামাল কাউন্ট করার জন্য
দেলোয়ার এবং বেলাল নামের দুই বাংলাদেশি দোকানে রাতে অবস্থান করার সিদ্ধান্ত নেন, মালামাল কাউন্ট করার এক পর্যায়ে
হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে।
দোকানের ভিতরে এমন অবস্থায় দোকান থেকে বের হওয়ার দরজা সহ দরজার চারপাশে আগুন এর কারনে তারা বের হতে না পেরে দোকান এর মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মা রা যান,অগ্নিসংযোগ এর কারন এখনো জানা যায়নি ধারনা করা হচ্ছে বিদ্যুৎ অথবা দোকানের রান্না ঘর থেকে এই অগ্নিসংযোগ এর সূত্রপাত হয়ে থাকতে পারে।
নি-হ-ত দুই জনের পরিচয় পাওয়া গেছে দেলোয়ার হোসেন দেশের বাড়ি ফেনির মহিপালে অন্য জন মোঃবেলাল আহমেদ তার বাড়ি নোয়াখালীর মাইজদীতে বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ কমিউনিটিতে।
নাইমুর রহমান নবাব
দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।