আশুলিয়ায় ডিস ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় সেচ্ছাসেবক দলের নেতাকে প্রান নাশের হুমকি এবং অফিসে হামলা ও স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ সরকারকে না পেয়ে তার অফিসের সামনের দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে। আশুলিয়ায় অবৈধভাবে ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক ডিস ও ইন্টারনেট সংযোগ বাধা দেওয়া এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়,
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) রাত ১০ ঘটিকার সময় সাবেক ছাত্রলীগ নেতা রিফাতসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় সেচ্ছাসেবক দলের নেতা মোঃ সবুজ সরকার এর অফিসে গিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকাডাকি করে। মোঃ সবুজ সরকার সেসময় অফিসে না থাকায় তারা সবুজ সরকারের অফিসের সামনের দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।সে সময় তারা সবুজ সরকারের অফিসেও হামলা চালায়।
মোঃ সবুজ সরকার জানান, ২০১৫ সাল থেকে আশুলিয়ার জামগড়া এলাকায় ডিস ও ইন্টারনেট সংযোগ দিয়ে সুনামের সহিত ব্যবসা করে আসছিলাম। কিন্তু ২০১৮ সালে আমাদের নির্ধারিত ডিস ও ইন্টারনেট সংযোগের সীমানা জবরদখল করে নিয়ে নেওয়া হয়েছে এবং হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আমাদের সিমানার মধ্যে অবৈধ ডিস ও ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে ।বর্তমানে অবৈধ ভাবে ডিস ও ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় আমার লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপর এই হামলা চালায় এবং প্রাননাশের হুমকি দেয়। এখন আমি আমার জীবন নিয়ে সংশয়ে আছি। বিধায় এর প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের কারার সিধান্ত গ্রহণ করেছি।
You cannot copy content of this page