মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। তার আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে একাধিক ফৌজদারি মামলায় আটক আছেন।
শাহাবুদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপিকা শাবানা শাহীন জানান, তার স্বামী শাহাবুদ্দিন আহমেদ গত ২৫ আক্টোবর পদত্যাগ করেছেন।তিনি পুলিশ সুপারের কাছে এক লিখিত এক আবেদনেও পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন।এডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী জানান, গত শুক্রবার (২৫ অক্টোবর) তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোল্লা লিখিতভাবে পদত্যাগ করেছেন।
শাহাবুদ্দিন মোল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগের কথা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালতে প্রকাশ্যে সবাইকে জানিয়েছেন। তিনি আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন।এছাড়াও তার বুকে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ব্রঙ্কাইটিস এজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়।
শারীরিক অসুস্থ্যতার কারণে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।তবে এব্যাপারে মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।দলীয় কার্যালয়টিও বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণদের ফোন নম্বরও।
You cannot copy content of this page