মাদারীপুর-১ শিবচর আসনে বিএনপির সাবেক মনোনীত প্রার্থী মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু)’র উদ্যোগে শিবচর উপজেলায় বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকেই বিকেল পর্যন্ত সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু)’র নিজ বাড়িতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলার সকল বিএনপির নেতাকর্মীদের এ মিলন মেলায়। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দলে দলে অনুষ্ঠানে যোগ দান করেন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এই মিলন মেলার অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার নেতা-কর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মিলন মেলায় আগত নেতারা বলেন, আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমলে দেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। স্বৈরাচার হাসিনা দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের পাশে আছে আগামীতেও থাকবে।
এ সময় সকল অপশক্তি রুখে দিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাজ্জাত হোসেন সিদ্দিকি (লাভলু)।
এ সময় তিনি বলেন, বিগত দিনে যারা আমার সাথে ছিলেন, যারা সহযোগিতা ও সমর্থন করেছেন তাদের জন্য এ মিলন মেলার আয়োজন করেছি। আমাকে ও আমার দল বিএনপি কে বিগত দিনে যারা ভালবেসে অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এপর্যন্ত দলের এবং আমার আছেন তাদের স্থান আমার বুকে।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন বিগত দিনে প্রাণ খুলে কেউ কথা বলতে পারেনি, আজ এদেশের মানুষ মুক্তি পেয়েছে, তারই বহিঃপ্রকাশ আজকের এই মিলনমেলা।
সাংবাদিকদের উদ্দেশ্যে সাজ্জাত হোসেন সিদ্দিকি (লাভলু) বলেন, আমরা আপনাদের কণ্ঠরোধ করব না। আপ্নারা সত্ত্ব প্রকাশ করে বিএনপিকে এবং দেশের মানুশকে সহযোগীতা করবেন। আমি চাই না সাংবাদিকরা আর চাটুদারী করুক।
এ অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী, মাদারীপুর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ রুবেল মুন্সী ও মোঃ জহিরুল ইসলাম মাদবরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page